সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবক (২০) নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিনগত রাতে ওই এলাকার রেলপথ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা, বাম হাত কাটা পড়ে।
এসজে/জিকেএস