সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১১ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবক (২০) নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিনগত রাতে ওই এলাকার রেলপথ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা, বাম হাত কাটা পড়ে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।