ব্রাহ্মণবাড়িয়ায় নকল কীটনাশক বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১১ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নকল কীটনাশক বিক্রির দায়ে এক দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে প্রচুর পরিমাণে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। যা দোকানের মালিক মানিক মিয়া দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।