টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার মামলায় কারাগারে বিএনপির ৫ নেতা

আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১২ অক্টোবর ২০২২
বিএনপির এই পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত

 

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছিরসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া বিএনপির বাকিরা হলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজীম রানা, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, চলতি বছরের ৬ আগস্ট ঘাটাইলের ছাত্রলীগ নেতা ভিপি রুবেলের ওপর হামলার ঘটনায় বিএনপির ওবায়দুল হক নাছিরসহ ৩৩ নেতার নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়। ওই মামলায় ১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন আসামিরা।

উচ্চ আদালতের ওই জামিন আদেশে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারে তারা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।