মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে বাস, যুবক নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ওই মোটরসাইকেলের আরোহী মোকছেদুল হক নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত হাজার আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সৈয়দপুর বাইপাস মহাসড়কে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী মোকছেদুল হক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত বাসযাত্রী সত্যেন রায় বলেন, ‘বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।’
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশীদ আলম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলেই মারা গেছেন একজন। আমরা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এছাড়া স্থানীয়রাও কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও সহকারীকে পাওয়া যায়নি।
এসজে/এমএস