নারায়ণগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১২ অক্টোবর ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন।

বুধবার (১২ অক্টোবর) সকালে মহাসড়কের নারায়ণগঞ্জের পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আড়াইহাজার উপজেলার সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার দুলাল মিয়া (৫০)। নাফিজ রূপগঞ্জের ভায়েলা মিয়া বাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে।

jagonews24

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভুলতা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে আড়াইহাজারের উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি আধুরিয়া পাল্লা সড়কের মাথায় পৌঁছালে বাধন পরিবহনের যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ওমর ফারক জাগো নিউজকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।