নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের এক বছরের দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২
প্রতীকী ছবি

ঝালকাঠিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে রাজাপুরের বিষখালি নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে ঝালকাঠির সহকারী কমিশনার অং ছিং মারমা এ কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম, রিমন হাওলাদার ও হদুয়া গ্রামের স্বপন মোল্লা।

সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় আটটি টিমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।

আতিকুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।