৫০ কেজি ইলিশ গেলো এতিমখানায়, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৩ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে মো. রিপন প্রকাশ রিদন নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এসময় রিপনের কাছ থেকে উদ্ধার ২০ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। তিনি চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টাংকি বাজার এলাকার বশির আহমেদের ছেলে।

এদিকে বুধবার (১২ অক্টোবর) রাতে রায়পুর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। ইলিশগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জালগুলো পুড়িয় নষ্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমদাদুল হক।

jagonews24

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৮টা থেকে নৌ-পুলিশ সদস্যরা মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নামেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে। অভিযানের সময় ভোরে তেলিরচর এলাকা থেকে ২০ কেজি ইলিশসহ মাছ ব্যবসায়ী রিপনকে আটক করা হয়। রিপন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছের ব্যবসা করে আসছেন।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বলেন, জব্দ মাছগুলো এতিমখানায় দেওয়া হয়েছে। মা-ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে।

কাজল কায়েস/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।