হিলিতে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০২২

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় অনেকটা বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষরা।

হিলি বাজার ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্দোজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।

অথচ তিনদিন আগে হিলিতে এই ইন্দোর পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকা এবং নাসিকের২৭ থেকে ২৮ টাকা কেজি দরে।

বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা শাকিল জাগো নিউজকে বলেন, কয়েক দিন আগে আমরা আড়তে কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করেছি। এখন আমদানিতে বেশি খরচ হওয়ার কারণে দাম বেশি। কেজিতে প্রকারভেদে আট থেকে ১০ টাকা দাম বেড়েছে।

অটোরিকশাচালক আলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, আমরা দিন আনি দিন খাই। বাজারের তো কোনো ঠিক নাই। সকালে কমে তো আবার বিকালে বাড়ে। আমাদের কপাল খারাপ, ভাগ্যকে মেনে নিয়েছি।

হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে আমদানিকারক শাহজামাল জাগো নিউজকে বলেন, ভারতে পেঁয়াজ উৎপাদিত অঞ্চল ব্যাঙ্গালুরুতে অতি বন্যায় ক্ষেত নষ্ট হওয়ায় সেদেশেই সংকট দেখা দিয়েছে। একারণে ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হচ্ছে না। ফলে আমাদের কেজি প্রতি আট থেকে ১০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে।

এছাড়া ভারতে ট্রাক ভাড়া বৃদ্ধির কারণেও দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে দাবি করেছেন বন্দরের আমদানিকারকরা।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।