কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে রাখায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২

শেরপুরে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে ফ্রিজে মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে মো. রফিক (৩০) নামের এক রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে জেলার নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকার আলভি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।