‘জাপার সঙ্গে যারা বেঈমানি করেছে তারা ক্ষমতার বাইরে চলে গেছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৩ অক্টোবর ২০২২

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে যারা বেঈমানি করেছে তারা ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি, থাকবো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জের সোনারা ইউনিয়ন জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি হওয়ার পর সুন্দরগঞ্জের কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়নি। সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে রয়েছে।

সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।