রাজাপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০২২
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কৈবর্তখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ব্যবসায়ী শহীদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহীদ উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে ও জাহাঙ্গীর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুজ্জামান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গাছ ব্যবসায়ী শহীদ নিহত হন। হাসপাতালে নিলে জাহাঙ্গীরও মারা যান। এ ঘটনায় ট্রাকচালক বাহাদুরকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।