লক্ষ্মীপুরে ছাত্রী সংস্থার ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর নারী সংগঠন ছাত্রী সংস্থার ছয়জন সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশের দাবি, আটক নারীরা গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, সন্দেহজনকভাবে ওই নারীদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।