শরীরে আগুন দিয়ে ছেলের আত্মহত্যা, বাঁচাতে গিয়ে দগ্ধ মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২২

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত শনিবার (৮ অক্টোবর) দুপুরে অকটেন ঢেলে আগুন লাগিয়ে শান্ত (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেন। ঘটনায় সময় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ তার মা সুফিয়া বেগমও (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।

মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় তার মা সুফিয়া বেগম তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় শান্ত ও তার মাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।পরদিন রোববার (৯ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন শান্তর মৃত্যু হয়। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শান্ত আত্মহত্যা করে বলে জানা যায়।

এ ব্যাপারে নিহত সুফিয়া বেগমের স্বামী মোহাম্মদ আলী মিয়া জানান, আমার ছেলের মৃত্যুর এক সপ্তাহ যেতে না যেতেই স্ত্রীরও চলে গেলো। স্ত্রীকে বাঁচাতে পারলাম না। তাকে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।