চরফ্যাশনে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বাইক দুর্ঘটনায় কিশোর নিহত
ভোলার চরফ্যাশন উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাশেদ (১৬) নামে কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় রাশেদের দুই বন্ধু মো. আরমান ও ইসমাইল আহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ উপজেলার আমেনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢ়াড়ীর মো. নসু ঢ়াড়ীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাশেদ তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। পরে তাদের বাড়ির সামনে সড়কে দ্রুত চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এমএএইচ/