মেহেরপুরে ভুয়া সাংবাদিকসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২২

মেহেরপুরে এক ভুয়া সাংবাদিকসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামের শাহ জামাল, একই গ্রামের আলতাফ মণ্ডল (৬০), বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন (৩০), মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের সালাউদ্দিন (৪০) ও গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের তরিকুল ইসলাম (২৫)। শাহ জামালের কাছ থেকে একটি স্থানীয় দৈনিকের আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, আটকরা জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ডাকাতি করতেন। এ কাজে ব্যবহার করতেন ছোট একটি মিনি ট্রাক। সে ট্রাকে গাছ ও দেশিয় অস্ত্র থাকতো। সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের একটি সড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুগীন্দা গ্রাম থেকে প্রথমে আরিফুল ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।