ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০২২
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে তোফাজ্জল হোসেন (২৬) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৬ অক্টোবর) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে। অপরদিকে আহতরা হলেন- একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও ইমান আলীর ছেলে ফাহাদ (১৮)

নিহতের ভগ্নীপতি ইব্রাহিম হোসেন জানান, মালয়েশিয়া প্রবাসী তোফাজ্জল হোসেন তিনমাস আগে ছুটি নিয়ে দেশে আসেন। শনিবার রাতে আশরাফুল (২২) ও ফাহাদকে (১৮) নিয়ে বাড়ির পাশের বিলে মাছ শিকারে যান তিনি। মাছ ধরার সময় লতিফের জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তোফাজ্জল। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ওই দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় এক মাদরাসার ছাত্ররা টের পেয়ে তাদের উদ্ধার করে পাশের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে জমির মালিক আব্দুল লতিফের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় নিহতের পরিবার থানায় অভিযোগ করে নি।

আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।