শ্বশুরের সঙ্গে রাতে ঝগড়া, সকালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমিতা আকতার (২৬) নামের এক গৃহবধূর গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। নিহত সুমিতা উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে সুমিতা আকতারের সঙ্গে তার শ্বশুরের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর স্বামী-স্ত্রী রাতে শুয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন তাকে ওড়নার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।
এএইচ/জিকেএস