টাঙ্গাইলে চার সদস্য পেলেন শূন্য ভোট, জামানত হারাচ্ছেন ১৩ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৮ অক্টোবর ২০২২

টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে ১১টি উপজেলায় সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় মোট ১৩ জন সদস্য প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন।

সোমবার (১৭ অক্টোবর) ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

শূন্য ভোট ও জামানত হারানো প্রার্থীরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের ভূঞাপুরে হাতি প্রতীকের প্রার্থী শেখ রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ঘাটাইলের অটোরিকশা প্রতীকে জহিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড টাঙ্গাইল সদরের হাতি প্রতীকের প্রার্থী ফরিদুর রহমান, ১১ নম্বর ওয়ার্ড বাসাইলে তালা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান।

jagonews24

এছাড়া ৫ ভোট পেয়েছেন ৩ নম্বর ওয়ার্ড গোপালপুরের তালা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম, ১ ভোট পেয়েছেন ৪ নম্বর ওয়ার্ড ভূঞাপুরের তালা প্রতীকের প্রার্থী শাহাদত হোসেন বাবু, ৬ ভোট পেয়েছেন ৫ নম্বর ওয়ার্ড ঘাটাইলের উটপাখি প্রতীকের প্রার্থী আনিছুর রহমান তুহিন, ৪ ভোট পেয়েছেন ৬ নম্বর ওয়ার্ড কালিহাতীর হাতি প্রতীকের প্রার্থী কামাল আহমেদ, ১ ভোট পেয়েছেন ৯ নম্বর ওয়ার্ড দেলদুয়ারের ঘুড়ি প্রতীকের প্রার্থী প্রভাংশু রঞ্জন সোম ও ১০ ভোট পেয়েছেন ওই ওয়ার্ডেও হাতি প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া, ৩ ভোট পেয়েছেন ১০ নম্বর ওয়ার্ড মির্জাপুরের হাতি প্রতীকের প্রার্থী মানিক স্যানাল। এছাড়া ৭ ভোট পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ড বাসাইলের উটপাখি প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম এবং ১১ ভোট পান ওই ওয়ার্ডের হাতী প্রতীকের প্রার্থী মিজানুর রহমান খান।

এ বিষয়ে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল ইসলাম জানান, সাড়ে ১২ ভাগ ভোট কম পেলে তাদের জামানত বাতিল করা হবে।

আরিফ উর রহমান টগর/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।