জেলা পরিষদ নির্বাচন
দুই প্রার্থীর সমান ভোট, লটারিতে ফুল মিয়ার জয়
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পেয়েছেন দুই প্রার্থী। পরে লটারির মাধ্যমে জেলা পরিষদ সদস্য হিসেবে মো. মনিরুজ্জামান ফুল মিয়া বিজয়ী হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. অলিউর রহমান জানান, ৪ নম্বর ওয়ার্ড পলাশবাড়ী উপজেলার সাধারণ সদস্য পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মো. তহিদুল আমিন মণ্ডল সুমন (টিউবওয়েল) প্রতীকে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীকে ৫৬টি করে ভোট পান। অপর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম তালা প্রতীকে ৬ ভোট পান। পরে নির্বাচনী আইন অনুযায়ী সমান সংখ্যক ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে লটারি হয়। এতে মো. মনিরুজ্জামান ফুল মিয়া বিজয়ী হন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা পলাশবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় উভয় পুনরায় ভোট চেয়েছিলেন। পরে তাদের সমঝোতার ভিত্তিতেই লটারি করা হয়। এতে হাতি প্রতীকের মনিরুজ্জামান ফুল মিয়া জয়ী হয়েছেন।
আরএইচ/জেআইএম