মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণের
ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পুকুরে সেচ দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম মেহেদী হাসান মিঠু (২২)। তিনি দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রামের মোহাম্মদ সোহাগের ছেলে। পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি ছিলেন মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান মিঠু কক্সবাজারের একটি মোটর গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। দুদিন আগে ছুটি নিয়ে বাড়ি আসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে সেচ দিয়ে মাছ ধরার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস