সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০২২

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. সাগর আহম্মদ (৩২)। এসময় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদের গাড়িতে করে পর্যটকরা সাজেক ঘুরে বুধবার সকালে খাগড়াছড়ি ফিরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও অন্তত পাঁচ পর্যটক আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত সব পর্যটক ঢাকা থেকে গিয়েছিলেন বলে জানা গেছে।

সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, পর্যটকবাহী চাঁদের গাড়ি খাগড়াছড়ি ফেরার পথে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত সবাইকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।