নারায়ণগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- সুমন চক্রবর্তী (৪৩), দীপক রায় (৩৮), সাদ্দাম হোসেন মামুন (২৫), মো. কামাল হোসেন (৩৪), মো. আলমগীর হোসেন (৪৩), মো. ইয়াসিন আরাফাত (৩২), মো. ইয়াসিন রানা (২৮), আনোয়ার হোসেন (৩৫), হাসিবুল হাসানা শান্ত (২৫), ইমরান হোসেন (২০), রবিউস সানি (২২), মো. গোলাম রাব্বি (২৭), মো. রফিকুল ইসলাম (২৯), সিফাত হাসান (২৯), রাব্বি সালাম লিমন (২৮) ও আল আমিন (৪০)।

এসময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বানানো ১৩টি সিল, বিভিন্ন নামে ৬৪টি নোটারি পাবলিক কপি ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু বলেন, গ্রেফতাররা অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির কাজে লিপ্ত ছিল। আমাদের পুলিশ প্রশাসন তাদের এই কাজের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। তাদের এই সিন্ডিকেট ধরার মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে আমরা চাইবো একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিখুঁত এবং নির্ভুলভাবে পাসপোর্টটি যেন সাধারণ জনগণ পায়। সেই সঙ্গে পরবর্তীতে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।