কবরস্থানের পাশ থেকে নারী উদ্ধার, হাসপাতালে মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাতপরিচয় (৩২) এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের তারাই কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাতে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক নারীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পান তারা। পরে থানা পুলিশকে খবর দিলে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানা যায়নি।
এসআই আরও বলেন, প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস