গরু খুঁজতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

বান্দরবানের রুমায় গরু খুঁজতে গিয়ে ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে লিথি খুমি (৬০) নামের বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ম্রখিরাং পাড়া এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহত লিথি খুমি ম্রখিরাং পাড়া এলাকার মৃত লিংজুং খুমির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিথি খুমির গরুটি পাওয়া যাচ্ছিল না। পরে তিনি পার্শ্ববর্তী পাহাড়ে খুঁজতে যান। হঠাৎ একটি বুনো ভাল্লুক তাকে আক্রমণ করে তার ডান পা, শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে। এতে লিথু খুমি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক মুজিবুল হক বলেন, ভাল্লুকের আক্রমণে আহত একজনকে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।