ছেলের সামনে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২১ অক্টোবর ২০২২
মরদেহে জড়িয়ে আহাজারি করছেন লেদু মিয়ার স্ত্রী রুনা বেগম

লক্ষ্মীপুরে ছেলের সামনেই গাড়ির ধাক্কায় লেদু মিয়া (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামের আরও দুজন আহত হন।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে হাসপাতালে মরদেহ জড়িয়ে ধরে নিহতের স্ত্রী রুনা বেগমকে চিৎকার করে কাঁদতে দেখা যায়। নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন জানান, ফজরের নামাজ শেষে ছেলে ইসমাইলকে নিয়ে লেদু মিয়াসহ কয়েকজন হাটতে বের হয়েছিলেন। ঘটনার সময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেন। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যান। ট্রেনিংকারের ধাক্কায় লেদু মিয়া পাশের জঙ্গলে গিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে ইসমাইল হোসেন বলেন, ‘আমি মনে করেছি প্রথমে অন্য কেউ। পরে দেখি আমার বাবা। বাবাকে মেরে গাড়িটাও চলে গেছে।’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে আজাদ জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়৷ মরদেহ মর্গে আছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জাগো নিউজকে বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

কাজল কায়েস/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।