নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ৪১ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০১ পিএম, ২১ অক্টোবর ২০২২
আটক জেলেরা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার দায়ে চাঁদপুরে ৪১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। অভিযানে এক কোটি ৪৭ লাখ মিটার কারেন্ট জালসহ ৯টি মাছ ধরার নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার (২১ অক্টোবর) ভোর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক টিম অভিযান চালায়।

সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চাঁদপুরের মোহনাসহ মোহনপুর, কানুদী, সফরমালী, রাজরাজেশ্বর চর, লক্ষ্মীরচর, কাচিকাটা চর, পুরান বাজার, বহরিয়া, হরিণাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় নদীতে মাছ শিকাররত অবস্থায় ৪১ জেলেকে আটক করা হয়। পরে আটক ১৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠাই। এছাড়াও আরও ১৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনজনের বয়স কম হওয়ায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিয়মিত মামলা হয়েছে যাদের বিরুদ্ধে তারা হলেন- মো. রাসেল, লিটন মিয়া, মোস্তফা দর্জি, সাত্তার, আল আমিন, বিটু ছৈয়াল, মনির হোসেন, ইব্রাহিম, আবুল বাশার, শাহাবুদ্দিন, মোহাম্মদ শরীফ, আক্তার হোসেন, আমজাদ, আব্দুর রহমান প্রধান, ওসমান, মাহফুজ মিয়া, আব্দুর রহমান, নাসির উদ্দিন ও তজু মাঝি।

ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মঞ্জিল মিয়া, আব্দুল কাদির, জাহাঙ্গীর হোসেন, হাসান, হাসান বেপারী, আল আমিন, আব্দুর রহমান, হাবিব বেপারী, মতিন মজুমদার, তোফাজ্জল হোসেন, মাহফুজ, আলাউদ্দিন, জুয়েল গাজী, কাউছার, দুলাল মিয়া, সুমন মিয়া, গোলাম রব্বানী, বিল্লাল হোসেন ও রিপন মিয়া।

নিরাপদ প্রজননের জন্য গত ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা, পরিবহন, বিক্রয়, মজুত ও বিনিময়ের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হয়। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাসহ দেশের ৬টি অভয়াশ্রমে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। যা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

নজরুল ইসলাম আতিক/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।