ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় খালে ডুবে ঋতিক ঋষি (৭) ও অজন্ত ঋষি (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঋতিক ঋষি ওই এলাকার ঝান্টু ঋষি ও অজন্ত ঋষি জেলার কসবা উপজেলার অজিত ঋষির ছেলে।

ঋতিক ঋষির বাবা ঝান্টু ঋষি বলেন, অজন্ত কিছুদিন আগে বিয়ে উপলক্ষে আমার বাড়ি বেড়াতে এসেছিল। সে আমার শ্যালিকার ছেলে। আজ সকাল থেকে বাড়ির সবাই মিলে বিয়েবাড়ির ময়লা কাপড়-চোপড় পরিষ্কার করছিলেন। এরই মাঝে কোনো একসময় ঋতিক) ও অজন্ত কাশিনগর ব্রিজ থেকে তিতাস নদীর পাশে খালে পড়ে যায়। পরে স্বজনসহ এলাকাবাসী আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে তিতাস নদীর পাশে খাল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।