পোশাক কারখানার দেওয়াল ধসে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় দেওয়াল ধসে জুয়েল খাঁ (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকার ক্রোনি গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জুয়েল খা বরিশালের বাকেরগঞ্জ থানার রকনদি গ্রামের কালু খাঁর ছেলে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে পোশাক কারখানার ভেতরে একটি চারতলা ভবন ভাঙা হচ্ছে। শুক্রবার সকালে দোতলা ভাঙার সময় একটি দেওয়াল ধসে মাটিতে পড়ে। এ সময় কারখানার জেনারেটর মিস্ত্রি জুয়েল খাঁ নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেওয়াল তার ওপরে পড়লে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। সেইসঙ্গে ইটের আঘাতে মাথা ফেটে দুভাগ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে এ বিষয়ে কথা বলতে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।