যুবলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০২২

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন উজ্জ্বল হোসেন নামের এক যুবলীগ নেতা। তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যুবলীগের ওই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি যুবলীগ নেতা উজ্জ্বল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন।

নির্যাতনের শিকার উজ্জ্বল হোসেন ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

ভুক্তভোগী উজ্জ্বল হোসেন বলেন, ‘সকালে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এ সময় আমাকে ধরে নিয়ে যান সাবেক শ্বশুর, চাচা শ্বশুরসহ চারজন। পরে তারা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। মারধরের কারণে আমার বাম হাত ভেঙে গেছে। আমি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’

সারুটিয়া গ্রামের ইউপি সদস্য লুৎফর হোসেন বলেন, ছয় মাস আগে সাটুরিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি উজ্জ্বল ওই মেয়ের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) শেষ রাতে মেয়েটির সঙ্গে উজ্জ্বল হোসেন দেখা করতে যান। মেয়েটির বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে উজ্জ্বলকে আটক করেন। পরে তার পরিবারকে খবর দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক। এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব বলেন, ‘বিষয়টি জানার পর উজ্জ্বল হোসেনকে যুবলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, ভিডিওটি দেখার পর এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।