প্রধান শিক্ষকের বিরুদ্ধে সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২২ অক্টোবর ২০২২

জামালপুর সদর উপজেলার এসএমসি তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগমের বিরুদ্ধে সই জালিয়াতি করে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রধান শিক্ষক শিরিনা বেগম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুজ্জামান মিলনের সই জালিয়াতি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে দুই লাখ ৫১ হাজার ৯০০ টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে বুধবার (১৯ অক্টোবর) রাশেদুজ্জামান মিলন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

jagonews24

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুজ্জামান মিলন জাগো নিউজকে বলেন, ‘গত ৪ জুলাই প্রধান শিক্ষক চেকে তার সেই জাল করে দুই লাখ ৫১ হাজার ৯০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানতে পেরে বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’

jagonews24

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক শিরিনা বেগম জাগো নিউজকে বলেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। রাশেদুজ্জামান তার সুনাম ক্ষুণ্ন করতেই এমন অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, তদন্ত কমটি গঠন করা হয়েছে। তদন্ত হলেই সবকিছু জানা যাবে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নাসিম উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।