আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়। তবে কোন দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয় তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে খড়িয়লা ও মৈশার গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষকারীরা মহাসড়কের দুইপাশে ওঠে পড়লে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে সংঘর্ষকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও সংঘর্ষ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হাইওয়ে পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।