এবার আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা
রুমা-রোয়াংছড়ির পর এবার আলীকদম-থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবদুল মনছুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ৩০ অক্টোবর পর্যন্ত বলৎ থাকবে।
সম্প্রতি রুমা ও রোয়াংছড়িতে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা হতে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে রুমা উপজেলা প্রশাসন। এবার পর্যটকের নিরাপত্তার স্বার্থে আলীকদম-থানচি ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।
নয়ন চক্রবর্তী/এএইচ/এমএস