বিনা টিকিটে রেল ভ্রমণের সময় ভুয়া মেজর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২২
আটক মোজাম্মেল হোসেন

বিনা টিকিটে সিলেট থেকে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার সময় মো. মোজাম্মেল হোসেন (২১) নামে এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে আটক করা হয়।

আটক মোজাম্মেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভরলা বড় বাড়ির আলাউদ্দিন ওরফে আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকে এক ব্যক্তি ভ্রমণ করছিলেন। তিনি নিজেকে মেজর পরিচয় দেন। এসময় ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি জেনে ট্রেনে যাত্রা করা এক সেনা সদস্য এগিয়ে এসে খোঁজ নেন। পরে সেই সেনা সদস্য ও রেলওয়ে পুলিশ সদস্যরা মোজাম্মেল নামে ভুয়া মেজরকে আটক করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।