জামালপুরে সাড়া ফেলেছে বঙ্গবন্ধু রেলওয়ে জাদুঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২২
বঙ্গবন্ধু রেলওয়ে জাদুঘর

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘর এখন জামালপুরের দেওয়ানগঞ্জে। জাদুঘরটি দেখতে দেওয়ানগঞ্জে রেলওয়ে স্টেশনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শুক্রবার জাদুঘর সংবলিত এ ট্রেনটি দেওয়ানগঞ্জে আসে। মঙ্গলবার পর্যন্ত এখানে অবস্থান করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় এটি।

স্টেশনে গিয়ে দেখা যায়, জাদুঘর পরিদর্শন করতে আসা দর্শনার্থীদের ব্যাপক ভিড়। উপজেলার পৌর শহরের দর্শনার্থী মেহেরুন নাহার মনিষা, সাবিনা আক্তার, রুনা, কবিরসহ অনেকে পরিবারের সঙ্গে জাদুঘর পরিদর্শনে এসেছেন। তারা জানান, জাদুঘর পরিদর্শন করে খুব ভালো লাগছে। এখানে এসে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারলাম। জাদুঘরটি সবার পরিদর্শন করা উচিত।

জাদুঘর দেখতে আসা শিক্ষক মহসিন রেজা রুমেল জাগো নিউজকে বলেন, জাদুঘরের ভেতরের পরিবেশটা সুন্দর। একেবারে দোরগোড়ায় জাদুঘরটি আসাতে অনেকেই দেখার সুযোগ পাচ্ছে। জাতির জনকের শৈশব-কৈশোরসহ নানা বিষয়ে জানতে পারছে।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল বাতেন জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে জাদুঘর পরিদর্শন করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। জাদুঘর সংবলিত ট্রেনটি এ স্টেশনে অবস্থানের খবরে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। বুধবার সকালে ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জাগো নিউজকে বলেন, শুক্রবার থেকে ভ্রাম্যমাণ রেলওয়ে জাদুঘরটি দেওয়ানগঞ্জে অবস্থান করছে। প্রতিদিন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এসে জাদুঘরটি পরিদর্শন করছেন। মঙ্গলবার পর্যন্ত এটি এ স্টেশনে অবস্থান করার পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।