ফেনীতে নারীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিবি ফাতেমা (৫৭) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ নারী।

সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বেতুয়া গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাতেমার স্বজনরা জানান, বেশ কয়েকদিন যাবত ফাতেমার নাতনী লাভলীকে নোয়াখালীর সেনবাগস্থ নিজ বাড়িতে জিনে ধরে। সোমবার বিকেলে চিকিৎসার জন্য তাকে দাগনভূঞা সদর ইউনিয়নের বেতুয়া গ্রামের নানাবাড়িতে নেওয়া হয়। রাতে হঠাৎ ওই জিন ক্ষুব্ধ হয়ে পরিবারের সবাইকে মারধর করতে থাকে। এতে ফজলুল হকের স্ত্রী ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় ফাতেমার মেয়ে রোকসানা আক্তার (৪০), খালেদা আক্তার (১৯) ও নাতনি ফাহমিদা সুলতানা সুবর্ণা (১৭) গুরুতর আহত হন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহত সুবর্ণা ও খালেদাকে ফেনী জেনারেল হাসপাতালে আর রোকসানা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এ বিষয়ে প্রতিবেশীরা ‘জিনের’ হামলা বললেও তেমন কোনো তথ্য দিতে পারছে না। এ অবস্থায় ঠিক কীভাবে ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী ও আহতরা বিষয়টিকে ‘জিনের’ হামলা বলে দাবি করছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।