পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ অক্টোবর ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারীর বলরামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুমি বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় ছয় হাজার এবং ভাই ভাই ট্রেডার্স এ মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, বাজার তদারকিমূলক নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সতর্কতামূলক প্রচারণাও করা হয়।

সফিকুল আলম/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।