হাতিয়ায় ২৮০০ লিটার চোরাই তেল জব্দ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই হাজার ৮০০ লিটার (১৪ ব্যারেল) চোরাই তেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (২৬ অক্টোবর) ভোরে নলচিরা ঘাট থেকে এসব তেল জব্দ করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণ জোন হাতিয়া (বিসিজি) স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) কে এম শফিউল কিঞ্জল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে অভিযান চালিয়ে দুই হাজার লিটার ডিজেল ও ৮০০ লিটার পামওয়েল জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে উদ্ধার করা তেলগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস