আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা লাগেজ পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে চারজন ভারতীয় নাগরিক।

তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা গাড়ি ও ভারতীয় নাগরিকদের চারটি পাসপোর্ট।

গ্রেফতাররা হলেন- ভারতের কলকাতার নারকেলডাঙ্গার আমানত হুসাইন (৫২), একই এলাকার আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫), কেশব চন্দ্র সেন রোডের মো. তৌফিক আনসারী (২৮) ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারার মো. স্বপন (৩০)। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আনছে। স্থানীয় ভাষায় তাদের ‘লাগেজ পার্টি’ বলা হয়। ওই পার্টির কাজ হচ্ছে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসা। এ সময় তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ভারতীয় পোশাক নিয়ে আসে। ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক নেতা, ছাত্রসমাজের সাবেক নেতা, কয়েকজন নামধারী ব্যবসায়ি, স্থলবন্দর ও এর আশেপাশের এলাকার প্রভাবশালী ব্যক্তি এ কাজে লাগেজ পার্টিকে সহায়তা করে। ওই লোকজনের কেউ কেউ পার্টির সঙ্গে সরাসরি জড়িত আবার কেউ কেউ বন্দর থেকে পণ্য অন্যত্র পাঠানোর কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করা হয়। ওই গাড়িতে থাকা ভারতীয় নাগরিকরা জানায়, তারা বিভিন্ন কায়দায় এসব পোশাক নিয়ে এসেছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ওই ভারতীয় নাগরিকরা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক পাওয়ায় আখাউড়া থানায় মামলা করেছে র‌্যাব।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।