নৌপরিবহন প্রতিমন্ত্রী

‘পায়রা বন্দরের কারণে দক্ষিণ অঞ্চলের অর্থনীতি এখন জাগরিক’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৬ অক্টোবর ২০২২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প। তিনি পায়রা বন্দরের মাধ্যমে স্বপ্ন দেখেছিলেন শুধু একটি বন্দর নয়, সমগ্র দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পায়রা বন্দরের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের যে পরিবর্তন করতে চেয়েছিলেন, আমরা সেটি দেখছি। দক্ষিণ অঞ্চলের অর্থনীতি এখন জাগরিক।



বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর সফরে এসে সাংবাদিকদের সঙ্গে বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিবসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রামনাবাদ চ্যানেলপাড়ে নবনির্মিত প্রথম টার্মিনাল এলাকায় প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের জানান পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

তিনি জানান, ২০১৩ সালে প্রধানমন্ত্রী এই বন্দর উদ্বোধন করার পর ২০১৬ সালে জাহাজ চলাচল শুরু হয়। এই বন্দর ঘিরে অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের ফলক উন্মোচন করবেন। এর মধ্যে আছে ৬৫০ মিটার পায়রার প্রথম টার্মিনাল, রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং, বন্দরের জন্য আটটি জলযানের উদ্বোধন, রামনাবাদ নদীর ওপর চার লেনের সেতু নির্মাণ এবং ছয় লেনের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।