হাতীবান্ধায় চাচাকে হত্যায় ভাতিজার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৭ অক্টোবর ২০২২
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাচা আব্দুল মালেক (৪৫) হত্যার দায়ে ভাতিজা সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি মইনুল ইসলামকে খালাস দেন আদালত।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা (১৮) হাতীবান্ধা উপজেলার ২ নম্বর দোয়ানী পিত্তিফাটা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে হাতীবান্ধা উপজেলার ২ নম্বর দোয়ানী পিত্তিফাটা গ্রামে চাচা আব্দুল মালেককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন ভাতিজা সোহেল রানা। প্রতিবন্ধী বলে বিরূপ মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে সোহেল তার চাচাকে হত্যা করেন। এ ঘটনায় নিহত আব্দুল মালেকের বাবা আব্দুল বারেক বাদী হয়ে হাতীবান্ধায় থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর পুলিশ সন্দেহজনক আসামি মইনুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে। পরে তার জবানবন্দি অনুসারে আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মো. রবিউল হাসান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।