ভোলায় যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলা, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন দিপুন জানান, পৌর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন চলছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আলম। এর কিছুক্ষণ পরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের লক্ষ্য করে বাসভবনে ইটপাটকেল নিক্ষেণ করেন। পরে তারা বাসা থেকে বেরিয়ে এলে হামলা চালানো হয়। এতে তাদের ছয়জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা যুবলীগের সভাপতি আল ইমরান বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে ছিলাম।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।