শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৮ অক্টোবর ২০২২
নির্যাতনের শিকার স্বামী-স্ত্রী

লক্ষ্মীপুরে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় মাহমুদুল হাসান নামে এক নির্মাণশ্রমিককে রড ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এসময় স্বামীকে বাঁচাতে এলে স্ত্রী শারমিন আক্তারকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

হাসানের ছোট ভাই ফিরোজ আলম ও আরিফ হোসেন ঘটান এ ঘটনা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী হাসান ও শারমিন। বুধবার (২৬ অক্টোবর) সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের এমদাদ উল্যা পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত মধ্যরাতে ফিরোজ ও আরিফ কয়েকটি মুরগি চুরি করে আনেন। চুরির ঘটনায় শারমিন তাদের তিরস্কার করেন। এর জেরে পরদিন ভোরে ঘর থেকে বের হলে তারা শারমিনের শ্লীলতাহানির চেষ্টা করেন। শারমিনের স্বামী হাসান সেসময় মসজিদে নামাজে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরলে হাসানকে তিনি ঘটনাটি জানান। ফিরোজ ও আরিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা হাসানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে লোহার রড ও লাঠি দিয়ে তারা হাসানকে পিটিয়ে আহত করেন। এতে তার মাথা ফেটে যায়। স্বামীকে বাঁচাতে এসে দুই দেবরের হাতে পিটুনির শিকার হন শারমিনও।

বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও ফিরোজ ও আরিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল মতিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তাদের আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।