গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় কীর্তন শিল্পী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৮ অক্টোবর ২০২২
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস থাকা চার ভারতীয় কীর্তন শিল্পী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেষ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)। তারা চারজনই কীর্তন গান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, কীর্তন গান গাওয়ার জন্য তারা ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে মাইক্রোবাসে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে রেললাইন পার হওয়ার সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা চার ভারতীয় নাগরিক আহত হন।

ইউএনও আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।