চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৮ অক্টোবর ২০২২

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) চাঁদপুর-লাকসাম রেলপথের বঙ্গবন্ধু সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মরদেহের সঙ্গে থাকা চারটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে- ওই বৃদ্ধার নাম আলেয়া বেগম। তিনি শাহারাস্তি উপজেলার দৈলবাড়ি গ্রামের প্রধানীয়া বাড়ির হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ২-৩দিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে ঘটনার দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আসলে তিনি রাস্তার পাশ থেকে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।