লক্ষ্মীপুরে ১৮ ঘণ্টা আগেই ইলিশ শিকারে নেমে পড়েছেন জেলেরা
নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৮ ঘণ্টা আগেই লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নৌকা ভাসিয়েছেন জেলেরা। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকেই নদীতে জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে।
দুপুর ১২টায় কমলনগর উপজেলা চরফলকন ইউনিয়নে লধুয়া এলাকায় নদীতে বিপুলসংখ্যক জেলেকে নৌকায় করে মাছ ধরতে দেখা যায়। তবে সেখানে সরকারি আইন রক্ষায় প্রশাসনের কাউকে দেখা যায়নি।
স্থানীয় ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ শিকারে দীর্ঘ ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। এজন্য প্রচুর পরিমাণে ইলিশ পাওয়ার আশায় ১৮ ঘণ্টা আগেই নদীতে নেমে পড়েছেন জেলেরা।
সরেজমিন দেখা যায়, প্রায় তিন শতাধিক নৌকা লুধুয়া এলাকায় মেঘনার কূলে নৌঙর করা। গত কয়েকদিন ধরে জেলেরা জাল বুনেছেন। শুক্রবার সকাল থেকে অনেকে নৌকার ত্রুটি সমাধান করতে দেখা গেছে। সন্ধ্যার আগেই তাদের নৌকা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। রাতে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নদীতে নামবেন জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত (১২ টা) পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ ২২ দিনে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ ২৪৩টি যৌথ অভিযান পরিচালনা করেছে। এতে জেলা সদর, রায়পুর, রামগতি ও কমলনগরে ৫২ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ২১ মামলায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ডে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪১৬ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের বিনামূল্যে ২৫ কেজি করে চাল দিয়েছে সরকার। বরাদ্দ অনুযায়ী জনপ্রতিনিধিদের কাছে চাল বিতরণ করা হয়েছে। তবে চরমার্টিন, চরফলকনসহ নদী তীরবর্তী কয়েকটি স্থানে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কমলনগরের লুধুয়া এলাকার কয়েকজন জেলে জাগো নিউজকে বলেন, ‘সরকার যে চাল দেয় তা আমরা সময়মতো পাই না। এজন্য বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চুরি করে নদীতে মাছ শিকারে যাই। সেখানেও ধরা পড়লে জেল-জরিমানা দিতে হয়। সময়মতো চালগুলো বরাদ্দ দিলে জেলেরা নদীতে নামবে না।’
তবে জেলে আবদুর রহমান, আমান উল্যাহ ও সাদেক উল্যাহ জানান, তারা সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল পেয়েছেন। সরকারি নির্দেশনা মেনেই তারা রাতে মেঘনায় মাছ শিকারে যাবেন।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, আমরা নদীতে অভিযানেই ছিলাম। অভিযান টিমে ছয়জন কোস্টগার্ড ও আমিসহ চারজন স্টাফ ছিলাম। তবে স্বল্প সংখ্যক লোক দিয়ে অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হবে। এরআগে নদীতে নৌকা ভাসানোর আইনত দণ্ডনীয়। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম