লক্ষ্মীপুরে আত্মীয়ের বাড়িতে টিসিবি পণ্য মজুত, ডিলারের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরে টিসিবি পণ্য মজুত রাখার দায়ে এসএম দিদার হোসেন মামুন নামের এক ডিলারকে এক লাখ টাকা জারিমানা করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মুদি ব্যবসায়ী পাবেলের বাড়ি থেকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী ও ইউপি সদস্য মমিন উল্যা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, পরিবেশক মামুন তার এক আত্মীয় মুদি ব্যবসায়ী পাবেলের ঘরে টিসিবির পণ্য রেখেছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনকে জানায়। পরে সদর ইউএনও ইমরান হোসেন ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ২০০ কেজি ডাল, ৪০ কেজি চিনি ও ৬২ লিটার তেল জব্দ করা হয়। জব্দ করা পণ্য রামগতি উপজেলায় পাঠানো হয়েছে। পরে মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার টিসিবি লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়।

লক্ষ্মীপুরে আত্মীয়ের বাড়িতে টিসিবি পণ্য মজুত, ডিলারের জরিমানা

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী জানান, অবৈধভাবে আত্মীয়ের বাড়িতে ডিলার মামুন টিসিবি পণ্য মজুদ রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুদ পণ্যগুলো উদ্ধার করা হয়।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।