সোনার চালান ভারতে পাচারকালে সীমান্তে বিজিবির হাতে ধরা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:১২ পিএম, ২৯ অক্টোবর ২০২২

যশোরের শার্শা উপজেলার গাজীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ কওছার আলী (৫৫) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফরিদ আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে সোনার চালান ভারতে পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ পাচারকারী কওছার আলীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম এবং বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা।

আটক ব্যক্তিকে সোনাপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ নিয়ে জেলায় গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম সোনা জব্দ করেছেন ২১ বিজিবি সদস্যরা। জব্দ এসব সোনার বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।

মো. জামাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।