দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আবদুর রহিম (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাতে ইস্টার্নকেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরে এ ঘটনা ঘটে। নিহত রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নিহতের বড়ভাই মোহাম্মদ সেলিম মিয়া জাগো নিউজকে বলেন, জীবিকার তাগিদে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ছুটিতে গত আগস্ট মাসে বাড়ি এসেছিলেন।
সেলিম আরও বলেন, শনিবার রাতে নিজ দোকানে ছিলেন আবদুর রহিম। এ সময় কয়েকজন অস্ত্রধারী তার দোকানে হামলা চালায়। একপর্যায়ে তারা রহিমকে এলোপাতাড়ি গুলি করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। আশপাশের লোকজন আহত রহিমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস