নেত্রকোনায় বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২২

নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭৩ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শফিউল হক তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীদের মধ্যে মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ রয়েছেন।

নেত্রকোনায় বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে

গত ৩১ আগস্ট দুপুরে মদনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, কনস্টেবল আজিজুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১৮ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সোমবার ওই মামলার ৭৩ আসামি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।