বগুড়ায় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হাতাহাতি
বগুড়ায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। জেলা বার সমিতির নির্বাচন উপলক্ষে তোরণ নির্মাণকে কেন্দ্র সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা জজ আদালত ভবনের প্রধান গেটে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী জানান, আগামী ২৫ নভেম্বর বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন। এ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে প্যানেল দেওয়া হবে। সেই প্যানেলে অ্যাডভেকেট রেজাউল করিম মন্টু সভাপতি এবং আমি ওয়াজেদ আলী সাধারণ সম্পাদক প্রার্থী। সে উপলক্ষে রেজাউর করিম মন্টু এবং ওয়াজেদ আলী পরিষদের ব্যানার দিয়ে তোরণ নির্মাণের কাজ চলছিল।
এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নরেশ মুখার্জি তার লোকজন নিয়ে এসে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র আইনজীবীরা এসে পরিস্থিতি শান্ত করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অপর গ্রুপের সদস্য অ্যাড নরেশ মুখার্জি বলেন, গেট তৈরি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে সেখানে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আইনজীবী রেজাউল করিম মন্টু বলেন, ‘আমি এ ঘটনার ব্যাপারে কিছু জানতাম না। আমি মাত্র আদালত চত্বরে এলাম। এসে জানতে পারলাম হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে আমার মনে হয় বার সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই তারা এমন করেছেন।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআর/জেআইএম